FANDOM


আমি সরকারী অফিসার
আমি সরকারী অফিসার
আছে মোর আগে পিছে কতশত তাবেদার।
আমি কত না সাধন করে মামার খুঁতির জোরে
অবশেষে হয়েছি একালের জমিদার
আমি সরকারী অফিসার
আমি একালের জমিদার
আমাকে ছাড়া চালাবে এ দেশ সাধ্য কার বাবার
আমি আপন মনে চলি মনে মনে বলি
কিসের নেতা, কিসের নেত্রী, আমিই তো সরকার।।
নেতাদের কথা ভেবে আমার বড্ড হাসি পায়
ক্ষমতা চলে গেলেই তারা বড়ই নিরুপায়
কাল যারা আসনে বসে করতো হুকুমদারি
আজ তারা রাজপথে গড়েছে ঘরবাড়ি
জনতার ধাওয়া খেয়ে আবার পুলিশে দাবড়ায়
আবার জায়গা মত ফেসে গেলে জেলের ভাতও খায়
এরা ক’দিনের মেহমান, এদের কিসের সম্মান
আমি আছি, আমি থাকব, আমি চির অম্লান।।
বেতন কত পাই তার খোঁজ কে রাখে ভাই
বেতন গুণে চলতে গেলে বাঁচার উপায় নাই
কলম খচা দিলাম আমার লক্ষ টাকা চাই
দেশ যায় যাক রসাতলে ভাবনা আমার নাই
অবসর নেওয়ার পরে আমি আসব নতুন দেশে
শিল্পপতি সমাজসেবক লাগবে নামের শেষে
আমি দেশের কর্ণধার, আমি সেবক জনতার
নির্ঝঞ্ঝাট আয়েশী আমার জীবন করব পার।।