FANDOM


ওরে ভাই রে ভাই, মোর মত আর দেশপ্রেমিক নাই।
ওরে ভাই রে ভাই, মোর মত আর দেশপ্রেমিক নাই।
শনিবারের বার বেলাতে জন্মে ছিলাম আমি, রে ভাই জন্মে ছিলাম আমি
আর হলো কী ভাই ঠিক তখনই সূর্যী গেলো থামিয়া আসে, আসে--
আর ডজন খানিক ব্যাঙ ও ভাই ডাকলো ক্যাংওর ক্যাং।
শুনে বলল সবাই স্বর্গ থেকে-
শুনে বলল সবাই স্বর্গ থেকে এসেছে নিমাই।।
আমার দেখতে বটে শরীর খানা বুড়ি ডালার মত
কিন্তু দেশের কথা ভ্যাইয়া ভ্যাইয়া,
কিন্তু দেশের কথা ভেবে ভেবে অন্তরেতে খত কত যে।
আমার রাত্তিরে খুম নাই, উঠে ঘন ঘন হাই।
আমি রাত্রি মালাই খেতে গিয়ে, বড্ড বিষম খাই।।
আমি খাইনি বটে গুলিগোলা, জাইনি বটে জেলে
কিন্তু সেটা এই ভেবে যে আমি মারা গেলে কি হবে--?
দেশে রইবে কে বা আর, কে করবে দেশভার?
তাই মরতে আমি বলি সদাই, নিজে মরি নাই।।
দেশপ্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন
ওই প্রথম পাতায় ছবি আমার উত্তরও ছাপানো থাকে রে--
আমি কি দিয়ে ভাই খাই, আর কোথায় কোথায় যাই,
ওরে ছাপে আমার পাঁচরা হলে, কি মলম লাগাই।