FANDOM


তুমি কাশী যেতে পারো, যেতে পারো গয়া
পাবে না এমনো দ্বিতীয় অপয়া।
তুমি কাশী যেতে পারো, যেতে পারো গয়া
পাবে না এমনো অপয়া।।
ভুলেও আমার দিকেতে তাকালে
যেন গোলমাল নিজেই পাতালে।
স্বাধের গুরেতে ফেলে দেব বালি
আহা স্বহস্তে লইয়া।।
শুধু চোখে চোখ পড়লেই ভাই
গ্যারান্টি দিয়া বাড়া ভতে ছাই
এই ছিলো যার সাজানো বাগান
এই গেল শুকাইয়া।।