বাংলা গানের গীতিকবিতা
Advertisement

আমি স্বপ্ন দেখি স্বপ্ন, আমি স্বপ্ন দেখি স্বপ্ন
স্বপ্নে বাধি ঘর
একুশ থেকে ষোলতে বিজয়, স্বপ্নে করে ভর
আমার স্বপ্ন হবে সত্য তাই স্বপ্ন বাধি সুর
তোমার আমার স্বপ্ন যখন একই সুরে সুরাসুর
আমি দেখেছি কোটি মানুষের চোখ স্বপ্নে উজ্জ্বল
দেশ মাতৃর প্রেমে সিক্ত হৃদয় উচ্ছল
আমি দেখেছি তোমার দামাল ছেলের রক্তিম চোখে স্বপ্ন
সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় মনমগ্ন।
বাংলাদেশ তুমি এগিয়ে চল, দামাল ছেলের উঠেছে জেগে
ভয় কি সে আর বল?
বাংলাদেশ তুমি এগিয়ে চল,
অশুভ শক্তির রাহুগ্রাস ছেড়ে মাথা উচু করে তোলো।

বাংলাদেশ আমার বাংলাদেশ।।

আমি স্বপ্ন দেখে নেতা-নেত্রীর শ্রদ্ধেয় প্রিয় পাত্র
দেশ ও দশের ক্যলানে নিবেদিত দিবারাত্র
আমি স্বপ্ন দেখে আমলারা তবে সেবিছে দেশের তরে
হীন আশা, লাল ফীতায় রাখেনি ফাইলটি ধরে
আমি স্বপ্ন দেখে বুদ্ধিজীবিরা ন্যায়ের কথা বলে
সুযোগ বুঝিয়া, বাতাস দেখিয়া পাল নাহি তারা তুলে
আমি স্বপ্ন দেখি শিক্ষকজনা নিবেদিত মনপ্রান
শুধু শিক্ষিত নয় মানুষ গড়তে করেছে আত্যদান
আমি স্বপ্ন দেখি সাংবাদিকেরা রেখেছে নীতি ধরে
সেনা-বাহিনীর জঞ্জাল ছেড়ে ব্যারেক গেছে ফিরে।।

আমি স্বপ্ন দেখি শ্রমিকের হাত উন্নয়নের সোপান
রাজপথি হয়ে দাবি আদায়ে তোলেনা তারা স্লোগান
আমি স্বপ্ন দেখি ব্যবসায়ীরা ব্যবসায় দিলো মন
প্রোভাব খাটিয়ে, অসৎ উপায়ে করেনি তারা ধন
আমি স্বপ্ন দেখি জঙ্গীবাদীরা শান্তির কথা বলে
কোরান-হাদীস বুঝিয়া তারা আল্লাহর পথে চলে
আমি স্বপ্ন দেখি ধনী গরীবের কমছে ব্যবধান
কৃষকের ঘরে ভরে উঠছে নবান্নের গান
আমি স্বপ্ন দেখি কিশোরীর হাসি হয়নাকো কোনো ম্লান
একাত্তরের চেতনায় আবার জেগেছে প্রাণ।


হায়দার হুসেইন বিষয়শ্রেণী:জীবনমুখী গান বিষয়শ্রেণী:হায়দার হুসেইন বিষয়শ্রেণী:হায়দার হুসেইন

Advertisement